[১] মার্কিন সিনেটরের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শণাক্ত
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ০৪:২৫
ইয়াসিন আরাফাত : [২] যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দিকে মার্কিন সিনেটর রেন্ড পল তার ফেসবুক পেজের একটি পোস্টে জানানো হয়, কোভিড-১৯ শণাক্তকরণ পরীক্ষায় পলের শরীরে এর উপস্থিতি শণাক্ত করা গেছে। তিনি এখন ভালো আছেন এবং কোয়ারেন্টাইনে আছেন।সিএনএন, নিউ ইয়র্ক পোস্ট, রয়টার্স [৩] মার্কিন সিনেটরদের মধ্যে তার দেহেই প্রথম এ ভাইরাস পাওয়া গেল। [৪] …